1. news@habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
  2. info@www.habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
শনিবার, ২৮ জুন ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচংয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন চক্ষু শিবির ক্যাম্পিং ২০২৫ শুভ উদ্বোধন করেন, শরফ উদ্দিন আহমদ চৌধুরী । বানিয়াচংয়ে গরু ঘাস খাওয়ার ‘অপরাধে’ গরুকে শ্বাস রোধ করে হত্যা। বানিয়াচংয়ে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন (ইউএনও) মাহমুদা বেগম সাথী । জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পর্ন।  আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন ১০জন সদস্য নির্বাচিত। আজমিরীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু।  আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েলের পানি নিতে বাঁধার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক,  নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল নিক্ষেপ। বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন। আজমিরীগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা ।  আজমিরীগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, এবার সাহানগরের পালা, প্রতিরোধে নেই ব্যবস্থা। 

বানিয়াচংয়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকসহ পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি॥ বানিয়াচং উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানম, সহকারি শিক্ষক নানু মিয়া, শিরিন আক্তার,কিরণ মিয়া অপসারণের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।

সোমবার(০২ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রায় ৩ থেকে ৪ শতাধিক শিক্ষার্থীরা তাদের অপসারণের দাবিতে আন্দোলন করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে বিগত ১৬ বছরের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে তাদের অপসারণ দাবি করেন।

সোমবার ১০টার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো দুই শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের বাহিরে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে বিক্ষোভকারীদের গেইট বন্ধ করে আটকিয়ে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে যখন বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে তখন বিদ্যালয়ের গেইট খোলে দিতে বাধ্য হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে আরেকটি দল তাদের পক্ষ নিয়ে পাল্টা শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আব্দুল মালেক এর নেতৃত্বে একদল সেনা সদস্যরা সেখানে গিয়ে হাজির হন। বিক্ষোভকারীদের কথা শুনে মেজর মালেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। সেখানে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও এলাকার পঞ্চায়েত ব্যাক্তিবর্গ, বিএনপি দলীয় সভাপতি/সেক্রেটারি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা শেষে কোন সমাধান না হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে সমাধান খোঁজার।

একপর্যায়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পক্ষে কয়েক শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক,কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্যব্যক্তি, সাংবাদিক সহ বিষয়টি নিয়ে উপজেলা সভা কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানেও কোন সমাধানে পৌছুতে পারেননি তারা। বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহবুবুর রহমান জানান, কাউকে অপসারণ করতে হলে কোন আইনের দিকও দেখতে হবে। হুট করে কোন অভিযোগ উঠলে কাউকে অপসারণ করা যায়না। আমরা বিষয়টি পুঙ্খানো পুঙ্খভাবে আইনিভাবে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাছাড়া অভিযুক্ত শিক্ষকগণ তারা বিদ্যালয়ে ক্লাস নিতে পারবেন কি পারবেন না সেটার বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) বিকেলের মধ্যেই জানিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট