বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং বানিয়াচংয়ে ৯ জন ছাত্র-জনতা হত্যার অন্যতম আসামী ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টায় ইউনিয়ন অফিসের নিজ অফিসকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান ফরিদ বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলার এজাহার ভুক্ত আসামী বলে নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা।
এ সময় তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চেয়ারম্যান ফরিদ আহমদ আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।